ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মন্ডপে আনসার ভিডিপির কুইক রেসপন্স টিম

প্রকাশিত: ১৬:১২, ১৪ অক্টোবর ২০২১

মন্ডপে আনসার ভিডিপির কুইক রেসপন্স টিম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে আইন শৃংখলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম। জেলার গৌরনদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন বলেন, উপজেলার ৮৫টি মন্ডপে ১৩৮ জন আনসার সদস্যর সমন্ময়ে তিনটি কুইক রেসপন্স টিম ও নয়টি মোবাইল টিমের মাধ্যমে সশস্ত্র অবস্থায় পাঁচদিনব্যাপী ২৪ ঘন্টা প্রতিটি পূজা মন্ডপে আইন শৃংখলা রক্ষায় কাজ করছেন। আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজায় যেন কোন প্রকার আইন শৃংখলার অবনতি না হয় সেজন্য আমরা প্রতিটি মন্ডপে তদারকি করছি।
×