ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইচ্ছা থাকলে উপায় হয়

প্রকাশিত: ২৩:১৪, ১৪ অক্টোবর ২০২১

ইচ্ছা থাকলে উপায় হয়

ইচ্ছা থাকলে উপায় হয়- এ কথার যথার্থতা প্রমাণ করেছেন ভারতের প্রতীক ভিত্তাল মোহিত। সম্প্রতি বিশ্বের সবচেয়ে খাটো বডিবিল্ডারের স্বীকৃতি পেয়েছেন ২৫ বছর বয়সী মোহিত। তার উচ্চতা ৩ ফুট চার ইঞ্চি। সকল বাধা ডিঙ্গিয়ে এই খেতাব জিতেছেন তিনি। গিনেজ বুক কর্তৃপক্ষ মোহিত প্রসঙ্গে লিখেছে, মোহিতের দীর্ঘ শ্রম ও সময়ানুবর্তিতার ফল। তিনি বিশ্বের কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলেছেন। মোহিত এখন বিশ্বের কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণা হতে পারেন। মোহিত বলেন, জন্ম থেকেই আমার হাত ও পা কিছুটা ছোট। বিষয়টি নিয়ে বন্ধুরা আমার সঙ্গে ঠাট্টা করত। তাই আমি বিশেষ কিছু করতে চেয়েছিলাম। এ অর্জনে আমার পরিবার অত্যন্ত খুশি। তিনি আরও বলেন, লোকজন মনে করত আমি শারীরিকভাবে দুর্বল। কিন্তু আমি তাদের ধারণা ভুল প্রমাণিত করেছি। ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করে আমি শরীর গঠন করেছি। শরীর গঠনের রহস্য প্রসঙ্গে মোহিত বলেন, আমি দিনে অন্তত ৩০ মিনিট দৌড়াই। দুই ঘণ্টা জিম করি। গিনেজ বুকে নাম ওঠার আগেই ভারতসহ বিশ্বের নানা প্রান্তের লোকজন অনলাইনে মোহিতকে ফলো করত। এখন তার ফলোয়ার হু হু করে বাড়ছে। -ইন্ডিয়া টাইমস অবলম্বনে
×