ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে স্বামীর কাস্তের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর, আটক স্বামী

প্রকাশিত: ২০:৪০, ১৩ অক্টোবর ২০২১

ঠাকুরগাঁওয়ে স্বামীর কাস্তের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর, আটক স্বামী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্বামী হাসান আলীর কাস্তের আঘাতে মারা গেছেন গৃহবধু কফুরা বেগম (৪৫)। বুধবার দুপুরে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধুকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। জানা যায়, কফুরা বেগম হরিপুর উপজেলা ডাঙ্গীপাড়ার কামাত গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করতেন। বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কফুরা বেগম স্বামীর হাতে থাকা একটি কাস্তে নিয়ে টানতে শুরু করেন। এসময় কফুরা বেগমের বাম হাতে কাস্তের আঘাত লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরিবারের বাকি সদস্যরা দ্রুত কফুরাকে হরিপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফতেখায়রুল জানান, কফুরা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হলে দেখা যায় তার বাম হাতের রগ কেটে গেছে। তাকে তৎক্ষণাৎ রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত কফুরার স্বামী হাসান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
×