ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই ভারতীয় নাগরিকসহ আটক ৩

প্রকাশিত: ১৩:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই ভারতীয় নাগরিকসহ আটক ৩

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারারে সময় দিপঙ্কর বিশ্বাস (২৩) ও দিয়া বিশ্বাস (০৫) নামে দুই ভারতীয় নাগরিক এবং সাগরিকা (২৭) নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকালে সীমান্তের মাটিলা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের শুন্যলাইন থেকে তাদেরকে আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাটিলা সীমান্তের শুন্য লাইন থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করে। আটককৃতরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার শিমুলপুর গ্রামের বিজয় বিশ্বাসের ছেলে দিপঙ্কর বিশ্বাস ও দিপঙ্কর বিশ্বাসের ছেলে দিয়া বিশ্বাস। এছাড়া একই সময়ে বাংলাদেশের নড়াইল জেলার লোহাগাড়ার আজিম শেখের মেয়ে সাগরিকাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে ১৯৫২ সালের কন্ট্রোল অফ এ্যান্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায় এবং বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করার দাযে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
×