ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় সালিশ নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

প্রকাশিত: ১৬:২০, ১৮ সেপ্টেম্বর ২০২১

বগুড়ায় সালিশ নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস॥ সালিশ নিয়ে বিরোধের জের ধরে বগুড়া সদরের পালশা এলাকায় হাসান সরকার(৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। শনিবার সকালে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় অভিযুক্ত হামলাকারী পলাতক রয়েছে। পুলিশ জানায়, পালশা সরকার পাড়ার হাসান সরকারে এক ভাতিজিকে নিয়ে একই এলাকার রুপম(৩৫) নামে এক ব্যক্তির আপত্তিকর আচরণকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত। রুপম ওই তরুনীর সঙ্গে এক যুবকের ছবি নিয়ে নানা ভাবে অপপ্রচার চালায়। এতে হাসান সরকার কয়েকদিন আগে স্থানীয় পৌর কাউন্সিলরের নিকট বিচার দিলে শালিসে রুপমর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ভবের বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে হাসান সরকারের সঙ্গে রুপমের বাকবিতন্ডা হয়। পরে তার ওপর হামলা ও মাথায় কোপান হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। শনিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়া সদর থানাও ওসি জানান, অভিযুক্ত রুপম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। হাসান সরকার পরিবহন শ্রমিক ছিলেন। হামলাকারীর বাড়িও পালশা এলাকায়। এঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর দায়েরকৃত মামলাটি হত্যা মামলা হিসাবে গৃহীত হবে বলে তিনি জানান।
×