ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিআরইউ তীরবাজিতে জনকণ্ঠের রুমেলের প্রথম পদক

প্রকাশিত: ২০:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২১

ডিআরইউ তীরবাজিতে জনকণ্ঠের রুমেলের প্রথম পদক

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া প্রতিযোগিতায় গত আট বছর ধরে অংশ নিয়ে দৈনিক জনকণ্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান চারটি ক্রীড়া (ক্রিকেট, টিটি, দৌড় ও গোলক নিক্ষেপ) ইভেন্ট থেকে অর্জন করেছিলেন ১৫ পদক। শুক্রবার তিনি ষোড়শ পদকটি লাভ করলেন আরচারি থেকে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত তীর-ধনুকের এই খেলায় রুমেল টাইব্রেকিংয়ে তৃতীয় স্থান অধিকার করেন। চ্যাম্পিয়ন হন একুশে টিভির আবু হোরায়রা তামিম (১৭ পয়েন্ট)। দ্বিতীয় হন কালবেলার মজিবুর রহমান (১৬ পয়েন্ট)। খেলার একপর্যায়ে নয়া শতাব্দীর মাহমুদুন্নবী চঞ্চল এবং রুমেলের পয়েন্ট (১৫) সমান হয়ে গেলে দুজনে যুগ্মভাবে তৃতীয় স্থানে থাকেন। ফলে খেলা টাইব্রেকারে গড়ায় (৩ তীরের বদলে ১ তীর ছুঁড়তে হবে)। গত আসরের চ্যাম্পিয়ন চঞ্চল আগে তীর ছুঁড়ে ৫ স্কোর করেন। আন্ডারডগ রুমেল তীর ছুঁড়ে ৯ স্কোর করে টাইব্রেকিংয়ে তৃতীয় স্থান অধিকার করেন। মজার ব্যাপার-এদিন ছিল রুমেল খানের ৪৫তম জন্মদিন! এছাড়াও উল্লেখ্য, এই প্রতিযোগিতার প্রথম থেকে চতুর্থ স্থান অধিকারী তীরন্দাজ সবাই বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্য! ডিআরইউ ক্রীড়া প্রতিযোগিতার চলতি আসরে ২০০৯ সালে জনকণ্ঠে যোগ দেয়া রুমেল এখন পর্যন্ত তিনটি ইভেন্টে পদক জিতেছেন। এগুলো হলো : ম্যারাথন এবং টেবিল টেনিস দ্বৈতে দ্বিতীয় ও আরচারিতে তৃতীয়। এছাড়া ১০০ মিটার স্প্রিন্টে ফটোফিনিশে তিনি চতুর্থ হন। শুক্রবার আরচারি খেলা পরিচালনায় ছিলেন পুলিশ আরচারি দলের সহকারী কোচ শেখ মো. শরীফুল ইসলাম।
×