ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খুলনায় করোনায় ৮ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:৪১, ৩ আগস্ট ২০২১

খুলনায় করোনায় ৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর সরকারী ও বেসরকারী চারটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় সাত জন এবং পাইকগাছা উপজেলায একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। নগরীর বেসরকারী খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ কেউ মারা যাননি। খুলনা মহানগীর চার হাসপাতালে মৃত্যুবরণকারী সাত জনের পাঁচ জন খুলনার, একজন ঝিনাইদহ এবং আর একজন চট্টগ্রাম জেলার বাসিন্দা ছিলেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুইজন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকা এবং আর একজন চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের বাসিন্দা ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগী রয়েছেন ১১৯জন। এর মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়োলো জোনে ৪৬ জন, আইসিইউতে ১৯ জন, এই্চডিইউতে ১৩জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন ও ডিসচার্জ দেয়া হয় ২৭জনকে। ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের করোনর ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক জন রোগীর মৃত্যু হযেছে। মৃত ব্যক্তি খুলনার পশ্চিম সদও হাসপাতাল এলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৪৫। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৩৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন দুই জন এবং ডিসচার্জ দেয়া হয় তিন জনকে। ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় এখানে একজন রোগী মারা গেছেন। তিনি খুলনার রূপসা উপজেলার রাজাপুরের বাসিন্দা ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৮০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৩৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন তি জন। ডিসচার্জ দেয়া হয় আট জনকে। বেসরকারী গাজী মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে দুই জন মারা গেছেন। মৃতদের একজন খুলনা মহানগরীর মন্সিপাড়া ১ম লেন নতুন বাজার এলাকা এবং আর একজন ঝিনাইদহ সদরের মহিলা কলেজ রোডএলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতালটির করোনা ইউনিটে মোট বেড সংখ্যা ১৫০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৬০জন। আইসিইউতে চার জন এবং এইচডিইউতে আছেন ছয় জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয় জন এবং সুস্থ হয়েছেন ছয় জন। বেসরকারী খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনটে বেড সংখ্যা ৯০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৬০ জন। এর মধ্যে কোভিড আইসিইউ নয় জন, এই্চডিইউতে দুই জন। এছাড়া ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন সাত জন রোগী এবং সুস্থ হওয়ায় ডিসচার্জ দেয়া হয় ১০ জনকে। খুলনা সিভিল সার্জন দফতরের কর্মকর্তা ডাঃ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নমুনা পরীক্ষা করা হয় ৭৩৪ টি। এর মধ্যে করেনাভাইরাসে আক্রান্ত হয় ১৩২ জন। আক্রান্তের হার ১৭ শতাংশ। তিনি জানান, গত ২৪ ঘন্টায় খুলনার তিনটি সরকারী ও একটি বেসরকারী হাসপাতালে করোনায় আক্রান্ত সাত জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া পাইকগাছা উপজেলায় একজন মারা গেছেন।
×