ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২০:১৫, ২৩ জুন ২০২১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুগদায় দুটি ‘কিশোর গ্যাংয়ের’ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাইয়ের প্রস্তুতির সময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কিশোর গ্যাং ‘চাঁন-জাদু’ গ্রুপ ও ‘ব্যান্ডেজ’ গ্রুপের সদস্য। চাঁন-জাদু গ্রুপের জাদুকে গ্রেফতার করতে পারলেও চাঁনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে, রবিন, নয়ন ইসলাম এবং ব্যান্ডেজ গ্রুপের মোঃ হিরো ও মোঃ রিপন। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আব্দুল আহাদ এসব তথ্য জানান। ডিসি জানান, বিভিন্ন মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে আসামিদের তালিকা তৈরির পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর মুগদা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই দুই গ্রুপের ৩২ কিশোর সদস্য রয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন অনলাইন গেইমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে উৎসাহ দেয়। এই দুই কিশোর গ্যাং সদস্যরা স্মার্টফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করত। তারা রাস্তায় চলাচলরত নারীদেরকে উত্যক্ত করা, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া তারা প্রায়ই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টার জন্য দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। পুলিশের এই কর্মকর্তা বলেন, বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে। এরপর আশেপাশে কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল আহাদ জানান, কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতা হিসেবে যদি প্রভাবশালী কেউ, এমনকি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা আমরা এরইমধ্যে কমিয়ে এনেছি। পরে দুটি কিশোর গ্যাংয়ের গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে মুগদা থানায় আলাদা দুটি মামলা হয়েছে।
×