ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেছে

প্রকাশিত: ১১:২৪, ১৯ জুন ২০২১

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেছে

অনলাইন ডেস্ক ॥ ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেছে। বহুল প্রতীক্ষিত খেলাটি এখন গড়াবে রিজার্ভ ডে’তে। সাউথ্যাম্পটনে শুক্রবার সারাদিনই ছিল ভারী বৃষ্টি। তাই সম্ভব হয়নি টস। স্থানীয় সময় দুপুর পৌনে তিনটায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তবে এখনও পাঁচ দিনের ম্যাচ হিসেবেই খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পরের চার দিন আধা ঘন্টা করে খেলা বেশি হবে। আবহাওয়ার জন্য খেলা কম হলে সেটা পুষিয়ে নিতে রিজার্ভ হিসেবে আছে একদিন। শনিবার খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, শনিবার দিনের প্রথম ভাগে বৃষ্টির সম্ভাবনা কম। সাদা পোশাকের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে আইসিসি। গত দুই বছরের চক্রে নানা চ্যালেঞ্জ পাড়ি দিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত ও নিউ জিল্যান্ড। শিরোপার লড়াইয়ে দুই দলকে প্রথম দিনে নামতেই দিল না বৃষ্টি।
×