ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, আহত ২

প্রকাশিত: ১৭:৪৭, ১৮ জুন ২০২১

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, আহত ২

নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী ওইপ্রুচিং মারমা (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন, কলেজ ছাত্রী মওইচিংথুই মারমা (২০) এবং মোটরসাইকেল চালক কাঞ্চন তঞ্চঙ্গ্যা। শুক্রবার সকালে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওইপ্রুচিং মারমা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে এবং কাপ্তাই উপজেলার চিৎমরম উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। আহত মওইচিংথুই মারমা কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের হরিণছড়া এলাকার বাসিন্দা এবং বাঙ্গালহালিয়া কলেজের এইচএসসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল এবং কলেজের ছাত্রীরা মোটরসাইকেল (চ:মে:হঃ১১-৫৪০৪) করে রাজস্থলী উপজেলা থেকে বাঙ্গালহালিয়া বাজারের দিকে আসার পথে শফিপুর গ্রামের কুদুমছড়া আবাসিক এলাকায় আসলে পিছন দিক থেকে আসা একটি চাঁদের গাড়ী মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এইসময় তারা ৩ জন সড়কে চিটকে পড়ে মোটরসাইকেল চালকসহ ৩জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওপ্রুইচিং মারমাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা জানান, নিহত স্কুল শিক্ষার্থী হাসপাতালের আনার আগে মারা যান। আহত ২জনের অবস্থা বর্তমানে আশংকামুক্ত। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
×