ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ

প্রকাশিত: ২১:২৯, ১২ জুন ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসান। টাইগার ক্রিকেটের গর্ব। বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বড় প্রতিনিধি। ক্যারিয়ারে প্রায়শ বাজে আচরণের জন্য সমালোচিত এ অলরাউন্ডার চলতি বিপিএলে স্টাম্প ভেঙ্গে, আম্পায়ারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ফের সংবাদ শিরোনামে উঠে এলেন। শুক্রবার আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়কের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারেও ঝড় তোলে। ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষুব্ধ এক ক্রিকেটপ্রেমীর প্রতিক্রিয়া, ‘এই বেয়াদবির জন্য তাকে কঠিন শাস্তি দেয়া উচিত। তার অহঙ্কার তুঙ্গে বলেই এমন আচরণ। ক্রিকেটে তার আর দেয়ার কিছু নেই সে-ও বুঝে গেছে।’ ভিন্ন মতও আছে, ‘বাজে আম্পারিংয়ের জ্বলন্ত উদাহরণ, কেউ প্রতিবাদ করার সাহস করেন না, সাকিব তা করে দেখিছেনে।’ আরেকজন লিখেছেন, ‘দিনের পর দিন ম্যাচ ফিক্সিং সাকিবের মতো একজনের পক্ষে মেনে নেয়া অসম্ভব।’ ম্যাচের পরিস্থিতি তুলে ধরে একজনের প্রতিক্রিয়া, ‘প্রতিবারই তো আবাহনী একই কারসাজি করে টুর্নামেন্ট জেতে। অতীতে শাস্তি পেলে এমন হতো না। মাঠে কি এমন বৃষ্টি হচ্ছিল যে ওভারের এক বল বাকি থাকতেই কভার ডাকতে হলো। ওই আম্পায়ার আর আবাহনী আজীবন নিষিদ্ধ হোক।’ তবে সাকিবের মতো আইকন ক্রিকেটারের এমন আচরণ দেশের জন্য বাজে উদাহরণ বলেও মনে করেন অনেকে, ‘সাকিব কিশোরদের প্রেরণা। তার কাছ থেকে বারবার এমন আচরণ কখনই গ্রহণযোগ্য নয়। এবার অন্তত তার দৃষ্ঠান্তমূলক শাস্তি হওয়া উচিত।’ প্রথম ঘটনা ইনিংসের পঞ্চম ওভারে। ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন সাকিব। সেটি নাকচ করে দেন আম্পায়ার ইমরান পারভেজ। এতেই ক্ষিপ্ত সাকিব লাথি দিয়ে ভাঙ্গেন স্টাম্প। উত্তেজনা ছড়ায় ম্যাচে। ভিডিও ফুটেজে অবশ্য স্পষ্ট, আউট ছিলেন মুশফিক। আরও বড় ঘটনাটি ঘটে ম্যাচের ষষ্ঠ ওভারে। পঞ্চম বলের পর বৃষ্টি নামলে আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করার। তাদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হন সাকিব এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে করতে স্টাম্প তুলে আছাড় মারেন।
×