ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক বছরেও শুরু হয়নি সেন্ট্রাল অক্সিজেন সেন্টার নির্মাণের কাজ

প্রকাশিত: ১৫:৪৮, ৪ মে ২০২১

এক বছরেও শুরু হয়নি সেন্ট্রাল অক্সিজেন সেন্টার নির্মাণের কাজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনা প্রতিরোধে সরকারী নির্দেশের এক বছর পরেও জেলার বানারীপাড়া উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরেও শুরু হয়নি সেন্ট্রাল অক্সিজেন সেন্টার নির্মাণের কাজ। সংশ্লিষ্ট ঠিকাদার এখনও কাজ শুরু না করায় সচেতন উপজেলাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাইকার অর্থায়নে ৩০ লাখ টাকা বরাদ্ধ দেওয়ার নয় মাস পর সম্প্রতিকসময়ে উপজেলা এলজিইডি অফিস থেকে ই-টেন্ডার আহবান করা হয়। টেন্ডারে কর্যাদেশ পাওয়ার ২৫ দিন পার হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআর এন্টারপ্রাইজ এখনও কাজ শুরু করেননি। তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম কবির হাসান বলেন, করোনা প্রতিরোধে সরকার একবছর পূর্বে জাইকার অর্থায়নে দেশের প্রতি উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেন্টার চালুর ঘোষণা দিয়েছেন। বানারীপাড়া উপজেলায় এখনও চালু না হওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলী ভাল বলতে পারবেন। উপজেলা নির্বাহী অফিসার রিপন সাহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেন্টার চালু করতে কেন দেরী হচ্ছে, সে বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবিরকে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআর এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী রফিকুল ইসলাম বলেন, লকডাউনের কারণে খুলনা থেকে অভিজ্ঞ লোক আনা যাচ্ছেনা। তাই কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।
×