ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসইও অডিট সফটওয়্যার এক বাড়তি আকর্ষণ

প্রকাশিত: ২৩:৫৬, ১৭ এপ্রিল ২০২১

এসইও অডিট সফটওয়্যার এক বাড়তি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক ॥ মাকসুদ রহমান, এসইও অডিট এজেন্সির ফাউন্ডার এবং সিইও, দীর্ঘ ১৯ বছর ধরে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করছেন। ১৫ বছর নিউইয়র্কে এবং প্রায় ৪ বছর ধরে বাংলাদেশে। জনকণ্ঠকে তিনি জানান, আমরা কাজ করছি এসইও এবং বিগ ডাটা এ্যানালাইটিক্স নিয়ে। মূলত ক্লায়েন্টের ব্যবসার অনলাইন পারফর্মমেন্স উন্নত করাই এসইও অডিট এজেন্সির কাজ। ৫ জানুয়ারি ২০১৮, দেশের অন্যতম ফুল-সার্ভিস ডিজিটাল মার্কেটিং সল্যুশন প্রদানকারী হিসেবে অভিষেক ঘটে এসইও অডিট এজেন্সির। ইউজার বিহেভিয়ার এবং সেলস ফানেল অপটিমাইজেশন সল্যুশন নিয়ে কাজ করাই এই ডিজিটাল মার্কেটিং এজেন্সির মূল লক্ষ্য। এসইও সফটওয়্যারটি ওয়েবসাইটের বিভিন্ন উইকনেসগুলো খুঁজে বের করে সেগুলো ফিক্স করতে এবং ওয়েবসাইটের পারফরমেন্স ইমপ্রুভ করতে সাহায্য করে। ফ্রিল্যান্সার, ওয়েবসাইট ডেভেলপার এবং মার্কেটিং এজেন্সিকে গুগল গাইডলাইন অনুসরণ করে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের র্যা ঙ্কিংয়ে আসতে সহায়তা করে এই সফটওয়্যার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সংক্ষেপে এসইও নামে পরিচিত। এটি আপনার ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের প্রথম পাতায় র্যা ঙ্কিংয়ে আসতে সহায়তা করে। এসইওর মাধ্যমে আপনি এখন খুব সহজেই আপনার প্রোডাক্ট এবং সার্ভিস টার্গেট ক্লায়েন্টের সামনে সঠিক সময়ে সঠিক ডিভাইসে তুলে ধরতে পারবেন। এতে করে আপনার ব্র্যান্ড রেপুটেশন বাড়ার পাশপাশি বাড়বে ব্যবসার সেলসও। ডিজিটাল মার্কেটিংয়ে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতামূলক এই অনলাইন মার্কেটে র্যা ঙ্কিং রেসে টিকে থাকতে হলে দরকার এসইও। এসইওর মাধ্যমে এখন খুব সহজেই আপনার পণ্য সম্পর্কে টার্গেট অডিয়েন্সকে অবগত করতে পারবেন। যদি সঠিক সময়ে টার্গেট ক্লায়েন্টের কাছে সঠিক সেবা পৌঁছাতে না পারেন তাহলে এই ডিজিটাল বিশ্বে আপনি আড়ালেই থেকে যাবেন। আপনার ওয়েবসাইটকে গুগলের সকল এ্যালগরিদম মেনে চলে সঠিক উপায়ে অপটিমাইজ করে প্রতিটি সেবা এবং পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিয়ে ব্যবসাকে খুব সুন্দর করে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করার নামই এসইও। এতে করে যেমন আপনার ওয়েবসাইটের জায়গা হবে সার্চের প্রথম পাতায়, তেমনি বাড়বে ওয়েবসাইটের কোয়ালিটি ইউজারের সংখ্যা। অনলাইনে আপনার প্রতিষ্ঠানের ভবিষ্যত উন্নতির জন্য এসইও সহায়ক ভূমিকা পালন করে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এসইও অডিট এজেন্সি ডিজিটাল মার্কেটিংয়ের সকল সেবা দিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আমাদের ক্লায়েন্ট পোর্টফোলিওতে যুক্ত হয়েছে ইউএসএ, ইউকে, কানাডা, নেদারল্যান্ডস, সুইডেন এবং জার্মানি থেকে আগত বিভিন্ন ক্লায়েন্টের সাকসেসফুল প্রজেক্ট। নানাবিধ ডিজিটাল সেবা দিয়ে দেশ ঘুরে বিদেশের মাটিতেও ছড়িয়ে দিয়েছি এসইওসহ অন্যান্য ডিজিটাল মার্কেটিং সেবা। এরই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি এসইও অডিট সফটওয়্যার। এখন বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের এসইও প্রফেশনালরা খুব সহজেই এটি ব্যবহার করার সুযোগ পাবে। এর পাওয়ারফুল ফিচারের সহযোগিতায় আপনার এখন খুব সহজেই অবস্থান হবে সার্চের প্রথম পাতায়! তরণ উদ্যোক্তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ব্যবসায়ে আপনারা কিভাবে সহযোগিতা করতে পারেন। বিভিন্ন স্টার্টআপসহ উদ্যোক্তাদের ওয়েবসাইটের ভুল-ত্রুটিগুলো বের করে র্যা ঙ্কিং ইমপ্রুভ করার পাশাপাশি সার্চের প্রথম পাতায় আসার মতো এত ইনভেস্টমেন্ট থাকে না। আর এদিকে কম্পিটিটর থেকে এগিয়ে থাকতে দরকার একটি পরিপূর্ণ এসইও স্ট্র্যাটেজি এবং সঙ্গে পাওয়ারফুল এসইও টুল। তরুণ উদ্যোক্তাদের এই অনলাইন রেসে টিকেয়ে রাখতে আমরা উপস্থিত হয়েছি এসইও অডিট সফটওয়্যারের সঙ্গে। এটি বাংলাদেশের প্রথম এসইও সফটওয়্যার। এ রকম কোন এসইও টুল ব্যবহার করতে দরকার পরে অনেক ইনভেস্টমেন্টের। কিন্তু আমাদের সফটওয়্যার দিচ্ছে ১৪ দিনের ফ্রি ট্রায়ালের সুবিধা যেখানে পাবে বিনামূল্যে পাওয়ারফুল সব এসইও ফিচার ব্যবহার করার পূর্ণ স্বাধীনতা। এ ছাড়াও রয়েছে লাইফটাইম ফ্রি ভার্সন ব্যবহার করার সুযোগ। বিস্তারিত জানতে ভিজিট করন : https://seoaudit.software
×