ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেফাজতে ইসলামের জরুরি বৈঠক পুলিশী হয়রানীর অভিযোগ করলেন বাবুনগরী

প্রকাশিত: ১৮:৩৩, ১১ এপ্রিল ২০২১

হেফাজতে ইসলামের জরুরি বৈঠক পুলিশী হয়রানীর অভিযোগ করলেন বাবুনগরী

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ হেফাজতে আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, গে ২৬ মার্চ হেফাজতে ইসলামের কোনো কর্মসূচী ছিলো না। আমি মাদ্রাসায় ছিলাম না। অনেক দূরে ছিলাম। কিছু মানুষ মিছিল বের করেছে। তারা বলছে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করেছি। কিন্তু পুলিশ বাহিনী তাদের উপর আক্রমণ করে। আহত ও নিহত করে। আমি জানি না তারা কে ছিলো। পুলিশ গুলি করেছে তাদের বুকে। পুলিশের দরকার ছিল উত্তেজনা কমাতে হাঁটুর নিচে গুলি করা। আগুন জ্বলে ওঠলে আগুন নিভাতে হয়। কিন্তু পুলিশ আগুন বাড়িয়ে দিলো। এগুলো কোন্ আইনে আছে। আজ রবিবার সকাল থেকে অনুষ্ঠিত হাটহাজারী মাদ্রাসায় হেঝাজতে ইসলামের এক জরুরী সভায় হেফাতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো কর্মসূচী বিষয়ে বলেন, সারাদেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। হামলা মামলা দিচ্ছে। অবিলম্বে এসব হামলা মামলা বন্ধ করতে হবে। হয়রানি বন্ধ করতে হবে। করোনার কারণে কওমি মাদরাসা বন্ধ করা যাবে না। সরকারের কাছে আমাদের দাবি হলো, যারা শহিদ হয়েছে তাদের সু-নসিব। তাদের বিষয়ে আর বাড়াবাড়ি না করে পুলিশ র‌্যাব প্রতিদিন নিরহ মানুষকে হয়রানি করছে। এটা আমরা মানি না। এটা বন্ধ করতে হবে। রমজানে সারাদেশের মসজিদগুলো বন্ধ করা যাবে না। রমজানে তারাবি চলবে। ইতিকাফ চলবে। তাফসির দোয়া ইত্যাদী চললে আল্লাহর রহমত বর্ষিত হবে। মানুষকে রমজানে শান্তিপূর্ণভাবে রোজা রাখার সুযোগ দিতে হবে। মাহে রমজানে কওমি মাদরাসাগুলো খোলা রাখতে হবে। লকডাউন দিয়ে কওমি মাদরাসা বন্ধ করা যাবে না। কওমি মাদরাসা না থাকলে বাংলাদেশ স্পেন হয়ে যাবে। তাই মাদরাসা বন্ধ করা যাবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের যে বিষয়টি নিয়ে এখন সর্ব মহলে আলোচিত হচ্ছে এটা তার ব্যক্তিগত বিষয়। আর হেফাজত থেকে তার অব্যাহতির বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম আগামী ২৯ মে হাটহাজারীতে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করবে। এখানে সারাদেশের পীর মাশায়েখ ও হেফাজতের সঙ্গে সম্পর্ক রাখে এমন আলেম উলামা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। পরে হেফাজতে ইসলামের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর সভপতিত্বে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, মুফতি জাকারিয়া নোমান ফয়জী, মুফতি আবদুল আওয়াল, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জসিমউদ্দীন, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা তাজুল ইসলাম,মুফতী ইলিয়াস হামেদী, নাসির উদ্দীন মুনির, মীর ইদ্রিস, আহসানুল্লাহ প্রমুখ।
×