ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবাহনীর প্রস্তাব প্রত্যাখ্যান এএফসির

প্রকাশিত: ২১:০৩, ৯ এপ্রিল ২০২১

আবাহনীর প্রস্তাব প্রত্যাখ্যান এএফসির

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৪ এপ্রিল ঢাকা আবাহনীর এএফসি কাপের প্রিলিমিনারি পর্ব-১ এর ম্যাচ আগে থেকেই নির্ধারিত ছিল। তবে করোনা পরিস্থিতির অবনমনের জন্য ৫-১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে ১৮ দফা নির্দেশনা অর্থাৎ লকডাউনের নির্দেশনা প্রদান করা হয়। এই প্রেক্ষিতে আবাহনী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে এএফসির কাছে খেলার তারিখ পরিবর্তনের আবেদন করলে এএফসি থেকে বাংলাদেশ সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের অনুরোধ করা হয়। কিন্তু সে আবেদন বাতিল করে দিয়েছে এএফসি। তারা জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়েই হবে ম্যাচটি। এ প্রেক্ষিতে সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সমন্বয় করে আগামী ১৪ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ঈগলসের সঙ্গে আবাহনীর ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২০২১ এএফসি কাপে বাংলাদেশ থেকে দুটি ক্লাব যথাক্রমে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেডের অংশগ্রহণ করবে। এর মধ্যে বসুন্ধরা কিংস সরাসরি গ্রুপপর্বে খেলবে আর আবাহনীকে প্রিলিমিনারি রাউন্ড খেলে গ্রুপপর্বে খেলতে হবে।
×