ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লঙ্কা সফরের প্রস্তুতি শুরু মুমিনুলদের

প্রকাশিত: ২১:০২, ৯ এপ্রিল ২০২১

লঙ্কা সফরের প্রস্তুতি শুরু মুমিনুলদের

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ৪ দিন আগেই নিউজিল্যান্ড সফর থেকে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অবশ্য স্বল্প পরিসরের ক্রিকেট সিরিজ খেলেছেন তারা। যাদের অনেকেই আবার টেস্ট দলে নেই। এবার শ্রীলঙ্কায় ২ টেস্টের সিরিজ খেলতে ১২ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ টেস্ট দলের। সেই দলটি হতে পারে ২১ জনের প্রাথমিক স্কোয়াড। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দুই টেস্টের সিরিজের আগে কোন প্রস্তুতি ম্যাচ না থাকায় প্রাথমিক দল নিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলে তবেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। সময় ঘনিয়ে আসলেও সেই প্রাথমিক দলটা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঘোষণা করেনি বিসিবি। তবে টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভসহ ক্রিকেটাররা বৃহস্পতিবার থেকেই নেমে পড়েছেন অনুশীলনে। মূলত টেস্ট দলের নিয়মিত ক্রিকেটাররাই এদিন অনুশীলন করেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মুশফিকুর রহিম অনুশীলন করার দিক থেকে অন্য সবার চেয়ে এগিয়ে। ৪ দিন আগে নিউজিল্যান্ড থেকে ফিরে বৃহস্পতিবার সবার আগে তিনিই অনুশীলনে নেমে পড়েছেন। সকাল ১০টার মধ্যেই তিনি মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন শুরু করেন। থ্রোয়ারদের নিয়ে কিছুক্ষণ ব্যাট চালিয়ে আবার ইনডোরের নেটেও সময় কাটিয়েছেন কিছুক্ষণ। তার পরে একে একে এসেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল, ওপেনার সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, পেসার তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফস্পিনার নাঈম হাসান। দুপুরের পর বোলিং অনুশীলনে দেখা গেছে দেশীয় স্পিন কোচ সোহেল ইসলামের অধীনে তাইজুল ও নাঈমকে অনুশীলন করতে। এমনকি মুমিনুল, মিঠুন ও সাইফও স্পিন বোলিংয়ের অনুশীলন করেছেন। শ্রীলঙ্কা সফরে দলের স্পিন কোচ হিসেবে সোহেল ইসলামই যেতে পারেন। কারণ ড্যানিয়েল ভেট্টরি নেই। তবে ডানহাতি পেসার তাসকিন মাঠে এসে পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে পরামর্শ শেষে মাঠ থেকে চলে যান বোলিং না করেই। ক্রিকেটাররা অনুশীলনে নেমে গেলেও এখন পর্যন্ত টেস্ট দল ঘোষণা হয়নি। তবে বৃহস্পতিবার যারা অনুশীলন করেছেন তারা সবাই টেস্ট দলে নিয়মিত। আগামী সোমবার টেস্ট দলের শ্রীলঙ্কাগামী বিমানে ওঠার কথা রয়েছে। ৩ দিন কোয়ারেন্টাইন শেষে কয়েকদিন প্র্যাকটিস করে ২১ এপ্রিল প্রথম টেস্ট। ২৯ এপ্রিল শুরু দ্বিতীয় টেস্ট। নেই কোন প্রস্তুতি ম্যাচ। তাই দল ঘোষণার আগে নির্বাচকরা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন। শনিবার-রবিবার ঘোষণা হতে পারে ২১ জনের প্রাথমিক দল। প্রথমে ছোট বহর নিয়ে শ্রীলঙ্কা যাওয়ার কথা থাকলেও কোয়ারেন্টাইন ইস্যু, কম অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না থাকায় এখন প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা যাওয়ার চিন্তা-ভাবনা চলছে। এ বিষয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের পরে আমরা মূল স্কোয়াড দিব। যেহেতু প্রস্তুতি ম্যাচ আমাদের নিজের মধ্যে খেলতে হবে, শ্রীলঙ্কার খেলোয়াড় পাব না, নেট বোলারও পাব না- এ জন্য আমরা বেশি খেলোয়াড় নিয়ে যাচ্ছি। প্রাথমিক দল এখান থেকে ঘোষিত হবে, ২১ জনের। যাওয়ার আগেরদিনও দিতে পারি। ভিসা সংক্রান্ত জটিলতা তেমন নেই।’
×