ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিত: ১৬:৩০, ৮ এপ্রিল ২০২১

মাদারীপুরে কঠোর অবস্থানে প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নে ৪র্থ দিনেও কঠোর অবস্থানে প্রশাসন। বন্ধ রয়েছে সব ধরণের গণ পরিবহন, পর্যটন কেন্দ্র শিশুপার্কসহ বিনোদন কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান। বিধিনিষেধের ৪র্থ দিন সকাল থেকে প্রশাসন ও জনপ্রতিনিধিরা যৌথ অভিযান পরিচালনা করে। সচেতনামূলক হ্যান্ড মাইকিংসহ কঠোর অবস্থানের কারণে অনেকটা সফল বাস্তবায়ন হয়েছে লকডাউন। শেখ হাসিনা মহাসড়ক, শকুনী লেকের পাড়ে শিশুপার্কসহ বিনোদন কেন্দ্র, পৌর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরান বাজার, শহীদ বাচ্চু সড়কের সুমন প্রেস এলাকা, নতুন শহর, ইটেরপুর, চরমুগরিয়া বন্দর, রাজৈরের টেকেরহাট বন্দর, শিবচরের ডিসি রোড, ‘৭১ সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। করোনার প্রথম ঢেউ থেকে মাদারীপুর জেলা ঝুঁকিপূর্ণ হওয়ায় জনগণও আগের তুলনায় এবার অনেকটা সচেতন। তাই প্রশাসনের এ কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সচেতন মানুষ। সরকারের বেঁধে দেয়া লকডাউনের ৪র্থ দিন জরুরী সেবা ও নিত্যপণ্যের দোকান ছাড়া জেলার সকল দোকানপাট বন্ধ রয়েছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় ইজিবাইক, অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে।
×