অর্থনৈতিক রিপোর্টার ॥ গত ১১ বছরে দেশের জিডিপিতে বিদ্যুত খাতের অবদান বেড়েছে গড়ে ১৬ দশমিক ৩ শতাংশ হারে। ফলে মোট জিডিপিতে সে সময়ের দশমিক নয় পাঁচ শতাংশ থেকে বেড়ে এখন অবদান ১ দশমিক ৩ শতাংশ। তবে উৎপাদন বাড়লেও রয়ে গেছে বিতরণ সংস্থাগুলোর আয় ব্যয়ের হিসাবে গরমিল। দুর্বলতা কাটেনি সঞ্চালন লাইনের। প্রশ্ন রয়েছে চাহিদা ও জোগানের তথ্যের বস্তুনিষ্ঠতা নিয়েও।
বৃহস্পতিবার পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান নিয়ে অনলাইন আলোচনায় বিদ্যুত ও জ্বালানি খাতের এমন বিভিন্ন দিক তুলে ধরে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার অতিরিক্ত গবেষণা পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন।
জিডিপিতে বিদ্যুতের অবদান বাড়লেও গরমিল বিতরণ সংস্থাগুলোর আয় ব্যয়ের হিসাবে
প্রকাশিত: ২৩:০৪, ১৯ মার্চ ২০২১
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: