ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিডিপিতে বিদ্যুতের অবদান বাড়লেও গরমিল বিতরণ সংস্থাগুলোর আয় ব্যয়ের হিসাবে

প্রকাশিত: ২৩:০৪, ১৯ মার্চ ২০২১

জিডিপিতে বিদ্যুতের অবদান বাড়লেও গরমিল বিতরণ সংস্থাগুলোর আয় ব্যয়ের হিসাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত ১১ বছরে দেশের জিডিপিতে বিদ্যুত খাতের অবদান বেড়েছে গড়ে ১৬ দশমিক ৩ শতাংশ হারে। ফলে মোট জিডিপিতে সে সময়ের দশমিক নয় পাঁচ শতাংশ থেকে বেড়ে এখন অবদান ১ দশমিক ৩ শতাংশ। তবে উৎপাদন বাড়লেও রয়ে গেছে বিতরণ সংস্থাগুলোর আয় ব্যয়ের হিসাবে গরমিল। দুর্বলতা কাটেনি সঞ্চালন লাইনের। প্রশ্ন রয়েছে চাহিদা ও জোগানের তথ্যের বস্তুনিষ্ঠতা নিয়েও। বৃহস্পতিবার পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান নিয়ে অনলাইন আলোচনায় বিদ্যুত ও জ্বালানি খাতের এমন বিভিন্ন দিক তুলে ধরে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার অতিরিক্ত গবেষণা পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন।
×