ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে জিংক ধান উৎপাদনে উৎসাহিত করতে প্রশিক্ষণ

প্রকাশিত: ১৮:২৪, ৩ মার্চ ২০২১

ঠাকুরগাঁওয়ে জিংক ধান উৎপাদনে উৎসাহিত করতে প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক জিংকের চাহিদা পূরণের লক্ষ্যে জিংক ধানের আবাদে ইতোমধ্যে কৃষকের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সেই জিংক ধান উৎপাদনে উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ে জিংক ধানের বীজ বিক্রয় প্রতিনিধিদের নিয়ে বুধবার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে এনরিচ প্রকল্পের অধীনে হারভেস্ট প্লাস বাংলাদেশ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, হারভেস্ট প্লাসের কান্ট্রি ম্যানেজার ড. এম খায়রুল বাসার। প্রশিক্ষণ পরিচালনা করেন, সিস্টেম কো-অর্ডিনেটর মজিবর রহমান, রংপুর এআরডিও রুহুল আমীন, প্রকল্প কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ। এ সময় দেশের প্রধান প্রধান বীজ উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধি ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয়, “মানব দেহে রোগ প্রতিরোধে জিংকের অপরিহার্যতা পূরণে জিংক ধান উৎপাদনে মানুষকে উৎসাহিত করতে দেশব্যাপী এনরিচ প্রকল্পের অধীনে জিংক ব্রি ধান ৭২ উৎপাদনের উদ্যোগ নিয়েছে হারভেস্ট প্লাস বাংলাদেশ। সেই লক্ষ্যে সংস্থাটি কৃষক পর্যায়ে এ ধানের বীজ বিতরণ, কৃষক ও বীজ বিক্রয় প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।
×