ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রুটের বল আইসিসির কোর্টে

প্রকাশিত: ২৩:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১

রুটের বল আইসিসির কোর্টে

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র দুই দিনেই শেষ হয়ে যাওয়া আহমেদাবাদের পিচ ঘিরে চলছে বিতর্ক। ভারত-ইংল্যান্ড দুই দলই স্পিন বিষে নীল হয়েছে। দুই দিনেরও কম সময়ে খেলা শেষ হয়ে গেছে। অথচ দুই দলেই ছিলেন বিশ্বমানের সব পেসার। যাদের কোনও কাজই ছিল না! আর ১০ উইকেটের বড় হারের পর বলটা আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কোর্টে ঠেলে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট, ‘ক্রিকেটে সবসময়ই দলগুলো ঘরের মাঠের সুবিধা নিতে চায়, তবে এটি লজ্জার বিষয় যখন আপনি দারুণ সব খেলোয়াড় পাচ্ছেন কিন্তু তারা অংশ নিতে পারছে না। আপনি ইশান্ত শর্মার ১০০তম টেস্টের দিকে লক্ষ্য করুন মাত্র কয়েকটি ওভার বল করেছে। জসপ্রিত বুমরাহ, স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চার, জেমস অ্যান্ডারসনের মতো বিশ্বের সেরা বোলারদের দেখছেন। কিন্তু আমরা তাদের খেলা দেখার সুযোগ পাচ্ছি না। এই বিষয়ে আইসিসির সিদ্ধান্ত নেয়ার রয়েছে তবে আপনি খেলোয়াড় হিসেবে এটির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন না। তবে আপনি এটি জানেন যে সেখানে একটি প্রতিযোগিতা হবে।’
×