ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ

প্রকাশিত: ১২:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২১

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ

অনলাইন ডেস্ক ॥ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম হবে মেলবোর্নে, আর জিতবেন নোভাক জোকোভিচ এটাই যেন নিয়ম এখন! রাশিয়ার দানিল মেদভেদকে সরাসরি সেটে উড়িয়ে নবমবারের অস্ট্রেলিয়ান ওপেনে ঝুলিতে ভরলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। নবম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করলেন বিশ্বের এই শীর্ষ বাছাই। রবিবার ফাইনালে দানিল মেদভেদেভকে মাত্র এক ঘণ্টা ৫৩ মিনিটে ৭-৫, ৬-২, ৬-২ গেমে বিধ্বস্ত করেছেন জোকোভিচ। জোকোভিচ মেলবোর্নে জিতলেন দ্বিতীয় সর্বোচ্চ নবম গ্র্যান্ড স্লাম। এ নিয়ে মেলবোর্নে জিতলেন টানা তৃতীয়বার। ২০০৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপা জিতেছেন ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে। ১৮ গ্র্যান্ড স্লামে আরো কাছে পৌঁছালেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালের। টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি ২০টি গ্র্যান্ড স্লাম এই দুজনের। অথচ চোটের জন্য তৃতীয় রাউন্ড থেকেই সরে দাঁড়ানোর শঙ্কা তৈরি হয়েছিল জোকোভিচের। ইনজুরি নিয়ে খেলা চালিয়ে যাওয়াটা প্রভাব পড়তে পারে বাকি মৌসুমের জন্য। সেটা মেনে নিয়েই হাসলেন শেষ হাসিটাও, ‘উত্থান-পতনে ভরা একটি সপ্তাহ কাটল আমার। এভাবে শিরোপা জেতাটা সন্তুষ্টির’। মেদভেদেভ একটা সময় অনুশীলনে সতীর্থ ছিলেন জোকোভিচের। টানা ২০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছানোয় ফেভারিটও ভাবা হচ্ছিল এই রাশানকে। কিন্তু ২০১৯ ইউএস ওপেন ফাইনালে নাদালের কাছে হারার পর গতকাল জোকোভিচের কাছেও করলেন অসহায় আত্মসমর্পণ। এ জন্য হয়তো শেষ সেটে হারিয়ে ফেলেন মেজাজ। তাঁকে সান্ত্বনা জানালেন জোকোভিচ, ‘গ্র্যান্ড স্লাম জেতাটা সময়ের অপেক্ষা ওর জন্য’।
×