ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্প্যানিশ সুপার কাপ, শিরোপা নির্ধারণী ম্যাচে মেসির খেলা নিয়ে আশাবাদী কাতালান কোচ

সৌভাগ্যের পরশে ফাইনালে বার্সিলোনা

প্রকাশিত: ০০:৩৫, ১৫ জানুয়ারি ২০২১

সৌভাগ্যের পরশে ফাইনালে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ সৌভাগ্যের পরশ সঙ্গী করে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল মঞ্চে নাম লিখিয়েছে বার্সিলোনা। বুধবার রাতে প্রথম সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে অধিনায়ক লিওনেল মেসিহীন বার্সা। কর্ডোভায় অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীসাংসিত থাকে। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে আর কোন গোল না হলে ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে সোসিয়েদাদ প্রথম তিনটি শটের একটিতেও গোল করতে পারেনি। দলটির জন বাউতিস্তা ও ওইয়ারজাবালের শট রুখে দেন বার্সার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। আর উইলিয়ান জোসের শট পোস্টে লেগে ফিরে আসে। এর আগে ম্যাচের অতিরিক্ত সময়ের শুরু আর শেষেও দু’টি দুর্দান্ত সেভ করেন স্টেগান। মূলত পুরো ম্যাচেই স্টেগানের নায়োকোচিত পারফর্মেন্সে ভর করে ফাইনালে উঠেছে বার্সা। চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি মেসি। পরে পুরো ম্যাচ গ্যালারিতে বসে দেখেন তিনি। গত শনিবার লা লিগায় গ্রানাডার বিরুদ্ধে বার্সার ৪-০ গোলে জেতা ম্যাচে চোট পান ক্ষুদে জাদুকর। ১৭ জানুয়ারি রাতে শিরোপা নির্ধারণী ম্যাচটি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার মধ্যে। সেটি হবে যদি বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিতে রিয়াল জয় পেয়ে থাকে। মালাগায় এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচ খেলেছে জিনেদিন জিদানের দল। সোসিয়েদাদের বিরুদ্ধে উপভোগ্য ম্যাচের ৩৯ মিনিটে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের হেডে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল ওইয়ারজাবাল। এরপর বাকি সময় আর গোল না হলে অতিরিক্ত সময় গড়িয়ে ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শূটআউটে। শূটআউটে প্রথম তিনটিতে ব্যর্থ হওয়ার পর শেষ দুই শটে সোসিয়েদাদের হয়ে গোল করেন মাইকেল মেরিনো ও আদনান ইয়ানুজাই। অন্যদিকে বার্সিলোনার হয়ে প্রথম শট পোস্টে মারেন ডি ইয়ং। পরের দুটি শটে গোল করেন যথাক্রমে উসমান ডেম্বেলে ও মিরালেম পিয়ানিচ। কিন্তু চতুর্থ শটটি বারপোস্টের ওপর দিয়ে মারেন এ্যান্টোনিও গ্রিজম্যান। তবে তরুণ রিকি পুইজ শেষ শটে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন। ম্যাচশেষে ২১ বছর বয়সী এই যুবা বলেন, আমি শট নিতে চাইনি। কিন্তু বাড়তি একজন শূটারের প্রয়োজন হলে আমি এগিয়ে যাই। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। অন্যদিকে বার্সা কোচ রোনাল্ড কোম্যান ফাইনালে মেসিকে পেতে আশাবাদী। ডাচ এই কোচ বলেন, মেসিকে ফাইনালে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তবে এখনও নিশ্চিত নই। আমাদের অপেক্ষা করতে হবে।
×