ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর বেক্সিমকো

প্রকাশিত: ০০:৩৪, ১৫ জানুয়ারি ২০২১

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর বেক্সিমকো

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হয়েছে বেক্সিমকো। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কোন টিম স্পন্সর নেই। সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকল। বেক্সিমকো শুধু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজেই স্পন্সর থাকছে। করোনাভাইরাসে ক্রিকেট বন্ধ হওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুইয়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজে টাইগারদের টিম স্পন্সর ছিল আকাশ। এরপর করোনার কারণে দীর্ঘদিন খেলা না হওয়ায় এই সময়টায় স্পন্সরের প্রয়োজন হয়নি। দীর্ঘ ১০ মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার স্পন্সরের প্রয়োজন পড়ে। সেই স্পন্সর হয় বেক্সিমকো। আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৩ ফেব্রুয়ারি প্রথম ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে। বেক্সিমকো স্পন্সর হওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বেক্সিমকো দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং বিশ্বব্যাপীও খ্যাতিমান। বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেটকে অংশীদার করা ও সমর্থন করার ক্ষেত্রে তাদের এক ঐতিহ্য রয়েছে। আমরা বেক্সিমকোকে জাতীয় দল স্পন্সর হিসেবে ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত।’
×