ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০ জানুয়ারির মধ্যে ৪০ নন-ক্যাডার প্রার্থীকে আবেদনের দুই কপি ফের জমা দিতে হবে

প্রকাশিত: ২৩:০১, ১৫ জানুয়ারি ২০২১

২০ জানুয়ারির মধ্যে ৪০ নন-ক্যাডার প্রার্থীকে আবেদনের দুই কপি ফের জমা দিতে হবে

৩৮তম বিসিএস-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্র্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার ১ম শ্রেণী [৯ম গ্রেড] পদে নিয়োগের লক্ষ্যে গত ২৯ ডিসেম্বর ২০২০ তারিখে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে সুপারিশকৃত ৪৪৩ প্রার্থীর মধ্যে ৪০ জন প্রেস বিজ্ঞপ্তির ৭ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী নন-ক্যাডার আবেদনপত্রের কপি জমা দেননি। এমতাবস্থায়, নিমোক্ত রেজিস্ট্রেশন নম্বরধারী ৪০ প্রার্থীকে ১৪ জানুয়ারি ২০২১ থেকে ২০ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে নন-ক্যাডার আবেদনের ২ কপি কমিশনের আগারগাঁও শেরেবাংলা নগরের প্রধান কার্যালয়ে জমা দিতে পুনরায় অনুরোধ করা হলো: রেজিস্ট্রেশন নম্বর: ০৯১৯২০, ৪০৪৭৫২, ০৩৯০৮২, ৮১১৮৪৫, ৩১০৪১৭, ০৫৮৩১৭, ১১৩৬০৫, ০৮৩৬৬৫, ২১৩৬৮৯,০৯৪৫৯৭, ০১৪০০৩, ০৪২৮৪৩, ০৬৪১৫৫, ০৮০১৭৪, ১২৮৭৯৯, ১০২১৪০, ৩২১০৭৭, ১১০৪৮২, ০৩৯৩২০, ৭১২৫৭৪, ৮০২৫০৫, ০৪৯০৩৪, ০৭২৭২৫, ০২৬৩৮৮, ৩১২২৭১, ০১৪০৮০, ০৩৫৭৩৮, ৬০০৪৮৬, ০৮৭৯১১, ০৮৮৮৮৫, ০৪৫৮২৭, ০৯৩৩১৯, ৭০৬০৮৩, ০৪১৫৫১, ৭২৪৩১, ০২৯১৩৩, ০২৫৯৭৪, ৮০৭১৮৮, ০৫৮৩০৮, ০৭৭১০১৪০ জন। বর্ণিত তারিখের মধ্যে যে সকল প্রার্থী নন-ক্যাডার আবেদনপত্রের কপি জমা প্রদান করবেন না সংশ্লিষ্ট পদে তাদের সাময়িক সুপারিশ বাতিল করা হবে। -বিজ্ঞপ্তি
×