ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিট কয়েন প্রতারণা চক্রের হোতা আটক

প্রকাশিত: ২১:৫৬, ১৪ জানুয়ারি ২০২১

বিট কয়েন প্রতারণা চক্রের হোতা আটক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে বিট কয়েন প্রতারণা চক্রের হোতা মোঃ রায়হান হোসেনকে(২৬) আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, বুধবার সকালে ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে এই প্রতারককে আটক করে র‌্যাব-১। অভিযানে তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিম কার্ড, ২৭১টি বিট কয়েন এ্যাকাউন্ট জব্দ করা হয়। আটক আসামির ব্যাংক এ্যাকাউন্ট পর্যালোচনা করে গত এক মাসে ৩৫ হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। আটক রায়হান বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্জিত অর্থের এক কোটি ১০ লাখ টাকা মূল্যের ওডি গাড়ি কিনেছেন। তার এ প্রতারণার শিকার হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। মতিঝিলে অজ্ঞাত যুবকের মরদেহ ॥ রাজধানীর মতিঝিল থানাধীন টিএ্যান্ডটি কলোনির পাশের একটি গাছ থেকে অজ্ঞাত এক যুবকের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। মতিঝিল থানার দারোগা শহিদুল ইসলাম জানান, টিএ্যান্ডটি কলোনির বাইরে গাছে জিন্স প্যান্ট দিয়ে ওই যুবকের মরদেহ ঝুলানো ছিল। নিহত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ফুলহাতা টি-শার্ট। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ॥ যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাঈদ খোকন মীর (৩০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা মোহাম্মদ হাসান জানান, খোকন পিকআপ চালক, রাত সাড়ে তিনটায় বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে টেলিফোন ভবনের পাশে ছিনতাইকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাঈদ বরিশালের গৌরনদী উপজেলার বাগমারা গ্রামের শামসুল হকের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় থাকতেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
×