ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৩:৩৫, ১৩ জানুয়ারি ২০২১

বাগেরহাটে মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক মাদরাসা শিক্ষকের লাশ পুলিশ উদ্ধার করেছে। আজ বুধবার সকালে উপজেলার দাসখালী গ্রামের আলমগীর শেখের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুই সন্তানের জনক শহিদুল ইসলাম হাওলাদার উপজেলার হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। স্থানীয় ইউপি সদস্য পারভেজ হালদার বলেন, স্থানীয় বাসিন্দা সুধারানী মজুমদার বাগানের মধ্যে রাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা পুলিশ বিষয়টি অবহিত করি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বাগানের ভেতরে উইপোকার মাটির উপর শিক্ষক শহিদুল হাওলাদারের নিথর দেহ পড়েছিল। তার গলা ও বুকের উপর ভাঙ্গা সুপারি গাছ ছিল। তার পাশেই সুপারি গাছে ওঠার জন্য শর্তা বা বেড়ি (এক ধরনের রশি-যা গাছে ওঠার জন্য ব্যবহৃত হয়) ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তিনি সুপারি পাড়তে উঠেছিলেন। সেখান থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। সুপারি বাগানটি তার নয়। পার্শ্ববর্তী এক ব্যক্তি ওই বাগান লিজ নিয়েছেন। কিন্তু কেন তিনি ওই বাগানে সুপারি পাড়তে গেলেন এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। মোরেলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা শহিদুল ইসলামের লাশ মরদেহ উদ্ধার করেছি। এদিন দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি রাতে সুপারি পাড়তে উঠে গাছ ভেঙ্গে পড়ে তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
×