ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বানিয়াচংয়ে পাখি শিকারীকে অর্থদন্ড

প্রকাশিত: ২১:৪৪, ২২ নভেম্বর ২০২০

বানিয়াচংয়ে পাখি শিকারীকে অর্থদন্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বকপাখি শিকারীকে ১০ হাজার টাকার অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ নবেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী। এর আগে তার নেতৃত্বে সকালে বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের লোকজন জেলার বানিয়াচং উপজেলার রতœা হাওর এলাকার থেকে ফাঁদ ও বকপাখিসহ শ্রীনন্দ সরকারকে (৩৬) আটক করে। পরে দুপুরে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শ্রীনন্দ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনে কারাদন্ড দেওয়া হয়। তাৎক্ষণিক অর্থদন্ড দিয়ে জেল থেকে মুক্তি পান তিনি।
×