ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস ॥ পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়ান ওপেন

প্রকাশিত: ১২:৩৪, ২২ নভেম্বর ২০২০

করোনাভাইরাস ॥ পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়ান ওপেন

অনলাইন ডেস্ক ॥ করোনার তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতির মাঝেই আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু অস্ট্রেলিয়ায় হঠাৎ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আসরটি এই সময়ে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দ্য টেনিস চ্যানেলের খবরে জানা গেছে, ডিসেম্বরে টেনিস খেলোয়াড়দের মেলবোর্নে ঢোকার অনুমতি নাও দিতে পারে ভিক্টোরিয়া সরকার। তাই অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাবেন না খেলোয়াড়রা। কোয়ারেন্টাইন কাটিয়ে অল্প সময়ের অনুশীলনে টুর্নামেন্টে অংশ নেওয়া একরকম অসম্ভব। ১৮ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কথা। তাই কর্তৃপক্ষ টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কথা ভাবছে। দু'সপ্তাহ পিছিয়ে যেতে পারে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। অবশ্য টেনিস অস্ট্রেলিয়া বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে। টুর্নামেন্ট নিয়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তারা।ডিসেম্বরের শেষ দিকে খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতি মিললেও সঠিক সময়ে টুর্নামেন্ট শুরু করা যাবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ টিলে।
×