ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ২৩:৩৯, ২০ নভেম্বর ২০২০

কবিতা

দীর্ঘশ্বাস আবেদীন জনী দরজাটা খোলা রাখি বলে আসো-যাও যখন ইচ্ছে তোমার বন্যদের মতো লণ্ডভণ্ড করে যাও গোলাপ বাগান আবার গুছিয়ে রাখি সব তোমার জন্যই তোমার আসা-যাওয়া ঘিরে মাঝেমধ্যে কিছু দীর্ঘশ্বাস জমা হয় অতলের ঘরে তুমি শুধু পড়তে পারো পাপড়ি ও পাতা পড়তে পারো না দীর্ঘশ্বাস। ** আমাদের এই সময়ের গল্পে কাজী সুফিয়া আখ্তার আমাদের এই সময়ের গল্পে রাজা উজির থাকে না রাণী থাকে না, সুয়োরানী দুয়োরাণীও থাকে না আড্ডা দেয়া তো হয়-ই না, ফোনে, ফেসবুকে আমাদের এই সময়ের গল্পে থাকে শুধু মৃত্যু আর কর্ম হারানোর হাহাকার একটি মানুষের কবর, চিতার ছাই, কর্মহীনতা কীভাবে শূন্যতায় ভরে দেয় ঘরদুয়ার মানুষের হৃদয়, সংসার আমাদের এই সময়ের গল্পে বিদ্যানন্দ, মাস্ত্তলের হাজারো মানুষের সাহায্য সহযোগিতার কথা থাকে বড় রকমের ক্ষয় ক্ষতি হবার, ঝড় উঠবার কথা ঝড়ের পরে শান্ত ভোরের কথা আমাদের এই সময়ের গল্পে আলো আঁধারের রূপে নতুন বর্ষার টলটলে জলের মতো বয়ে যায় বাঁচার আকণ্ঠ পিপাসুদল সময় বদলে দ্রোহ করে না প্রেমের কাছে হাঁটু গেড়ে কামার্ত নির্জনতা খোঁজে, ভাবে মহামারীতে আক্রান্ত পৃথিবী কেমন করে পারছে ঋতু বদলে বদলে ভুবনমোহিনী হাসি হাসতে? আমাদের এই সময়ের গল্পে মানুষ পৃথিবী জড়িয়ে থাকে।
×