ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান

প্রকাশিত: ২৩:২৩, ১ নভেম্বর ২০২০

সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ উপমহাদেশের প্রথম দেশ হিসেবে করোনাকালে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডির প্রথম ম্যাচে জিম্বাবুইয়েকে ২৬ রানের হারিয়ে তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। একই ভেন্যুতে আজ বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু দ্বিতীয় ম্যাচ। টি২০’র পর ওয়ানডে অধিনায়কের দায়িত্ব এখন তরুণ বাবর আজমের কাঁধে, ‘দেশের মাটিতে জয় দিয়ে ওয়ানডের নতুন দায়িত্ব শুরু সত্যি আনন্দের। কিন্তু জিম্বাবুইয়ে শক্তিশালী দল। ওদের হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। সেরাটা দিয়েই আমরা সিরিজ নিশ্চিত করতে চাই’ বলেন তিনি। ইমাম উল হক (৫৮) ও হারিস সোহেল (৭১) জোড়া হাফ সেঞ্চুরির সৌজন্যে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে ৮ উইকেটে ২৮১ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়েছিল পাকিস্তান। জবাবে ২ বল বাকি থাকতে ২৫৫ রানে অলআউট হয় সফরকারীরা। বিফলে যায় ব্রেন্ডন টেইলরের রেকর্ডগড়া সেঞ্চুরি (১১২)। গ্রেট এ্যান্ডি ফ্লাওয়ারকে (১৬টি) ছাড়িয়ে জিম্বাবুইয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট ও ওয়ানডে) সর্বাধিক ১৭ সেঞ্চুরির মালিক এখন তিনিই।
×