ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঞ্চল্যকর কিশোরী কাজল হত্যা মামলার ১ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৪:৫৪, ২৫ অক্টোবর ২০২০

চাঞ্চল্যকর কিশোরী কাজল হত্যা মামলার ১ আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ আজ রবিবার সকালে র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকার চাঞ্চল্যকর কিশোরী কাজল হত্যাকারী মোঃ জুয়েল খান (১৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বড় নওগাঁ গ্রামের মোঃ আলী আজগর খানের ছেলে। রবিবার দুপুরে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির বিবরণে জানা গেছে, গত ২১ অক্টোবর রাতে কে বা কারা শরীয়তপুর জেলার ডামুড্যা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কুলকুড়ি এলাকার আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে কাজল আক্তার (১৫) কে হত্যা করে হাত-পা বেঁধে প্রতিবেশির বাড়ির পিছনে খালের মধ্যে ফেলে রেখে যায়। পরদিন ২২ অক্টোবর এ ব্যাপারে ডামুড্যা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় (যার নং-১৪, তারিখঃ ২২ অক্টোবর ২০২০খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। র্যাব-৮, মাদারীপুর ক্যাম্প শুরু থেকেই ঘটনার জট খুলতে মাঠে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামি মোঃ জুয়েল খান আরও ২-৩ জন সহযোগে ভিকটিম কাজল আক্তারকে ধর্ষণকরে নির্মমভাবে হত্যা করে এবং হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দেয়। এই তথ্য পেয়ে র্যাব-৮ অভিযান চালিয়ে আসামি জুয়েলকে গ্রেফতার করে। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং প্রকৃত রহস্য উন্মোচন করে। আটককৃত আসামিকে ডামুড্যা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জানান, র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
×