ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ১৫ জেলে আটক

প্রকাশিত: ১৪:৫১, ১৬ অক্টোবর ২০২০

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ১৫ জেলে আটক

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে শুক্রবার সকালে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত সদর উপজেলার মাঝের চর ও রাজাপুর এলাকার মেঘনা নদীতে আইনশৃংখলা রক্ষাকারী অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করেছে। পরে সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান আটককৃত ৪ জনকে ১ বছর করে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অপর দিকে মৎস্যবিভাগ আরো জানান, বোরহানউদ্দিন উপজেলায় ১০ জেলেকে আটক করে আইন শৃংখলারক্ষা বাহিনী। পরে ভ্রম্যমান আদালত আটক ৫ জেলেকে ১ বছর করে জেল ও ৫ জনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন । এ ছাড়া মনপুরায় ৫ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
×