ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যাংক ঋণ ॥ লিভ টু আপীল শুনানি ৩ জানুয়ারি

প্রকাশিত: ২৩:০৬, ৮ অক্টোবর ২০২০

ব্যাংক ঋণ ॥ লিভ টু আপীল শুনানি ৩ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকিং খাতের ঋণ অনুমোদন ও আদায়ে দুর্বলতা খুঁজে বের করে এর প্রতিকারে সুপারিশের জন্য ৯ সদস্যের কমিশন গঠন সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপীলের শুনানির জন্য দিন ঠিক করেছে চেম্বার জজ আদালত। এ শুনানির জন্য ২০২১ সালের ৩ জানুয়ারি ঠিক করা হয়েছে। এদিকে দেশের সীমান্ত এলাকাগুলোতে শিশুরা যাতে মাদক, চোরাচালান সংক্রান্ত অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দিয়েছে আদালত। নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার দুই আসামিকে ৩ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি পিছিয়ে দিয়েছে হাইকোর্ট। বুধবার আপীল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। কমিশন গঠন সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপীলের শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোঃ নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। এর আগে গত ২১ জুলাই ব্যাংকিং খাতের ঋণ অনুমোদন ও আদায়ে দুর্বলতা খুঁজে বের করে তা প্রতিকারে সুপারিশের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপীল (আপীলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়।
×