ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে রিকসা ভ্যান শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ১৬:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২০

বরিশালে রিকসা ভ্যান শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে রিকসা, ভ্যান ও ঠেলাগাড়ি চালকদের বকেয়া লাইসেন্স নবায়ন ফি মওকুফ করে হালনাগাদ করা ও সুদমুক্ত নবায়নসহ সাতদফা দাবিতে আজ শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রিকসা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের মহানগর কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জামাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা এ্যাডভোকেট একে আজাদ, আখতার হোসেন শ্যামল দত্ত, তুষার সেন, অপূর্ব গৌতম প্রমুখ। বক্তারা বলেন, নগরীর সকল জড়াজীর্ণ রাস্তাঘাট মেরামত করাসহ প্রতি বছরের জুন ও জুলাই মাসের মধ্যে রিকসা, ভ্যান ও ঠেলাগাড়ি ভাড়া এবং যাত্রী ভাড়া নির্ধারণের পাশাপাশি শ্রমিকদের সাত দফা দাবি মানতে হবে। মানবন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা।
×