ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুল খুলেছে

মহামারীর মধ্যে ইতালিতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ

প্রকাশিত: ২৩:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২০

মহামারীর মধ্যে ইতালিতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ

জনকণ্ঠ ডেস্ক ॥ ইতালিতে সোমবার থেকে শুরু হয়েছেন নতুন শিক্ষাবর্ষ। স্কুল খুলে দেয়ার আগে শিক্ষক ও কর্মীদের করোনা পরীক্ষা করার পর জানা গেছে তাদের মধ্যে ১৩ হাজার সংক্রমিত। তবুও সেখানে স্কুল খুলে দেয়া হয়েছে। এদিকে অভিবাসী শ্রমিকদের করোনা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে সিঙ্গাপুর। এ পর্যন্ত সারাবিশে^ করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ৪১৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৯০২ জন। সুস্থ হয়েছেন দুই কোটি ১১ লাখ ৫৯ হাজার ৯৮৩ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৭২ লাখ ৪২ হাজার ২৯৪ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৫২০ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স, ওয়ান্টেড ইন রোম ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ইতালিতে সোমবার স্কুল খোলার মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। যদিও স্কুল খোলার আগে শিক্ষক ও কর্মীদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ওই পরীক্ষায় প্রায় ১৩ হাজার স্কুলশিক্ষক ও কর্মীর কোভিড পজিটিভ আসে। সম্প্রতি শিক্ষকসহ স্কুলগুলোর পাঁচ লাখেরও বেশি কর্মীর এ্যান্টিবডি টেস্ট করা হয়েছে। ইতালির প্রায় ৯ লাখ ৭০ হাজার স্কুলকর্মীর প্রায় অর্ধেকের পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ২ দশমিক ৬ শতাংশের ফল কোভিড পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত এসব কর্মী কোভিড নেগেটিভ ফল আসার আগ পর্যন্ত কাজে ফিরতে পারবেন না। স্বাস্থ্যবিধি মেনে স্কুল কার্যক্রম শুরু করবে ইতালি। প্রতিদিন স্কুলের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীকে বিনামূল্যে একটি করে মাস্ক দেয়া হবে। এছাড়াও, স্কুলগুলোতে লাখ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা মহামারীর কারণে দীর্ঘ ছয় মাস ধরে ইতালির স্কুলগুলো বন্ধ। ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে স্কুলগুলো খুলেছে। তবে ভিন্ন ভিন্ন অঞ্চলে স্কুল খোলার তারিখ ভিন্ন। যেমন, উত্তরাঞ্চলের আলতো আদিগেতে স্কুল খুলেছে ৭ সেপ্টেম্বর। অন্যদিকে, সারদিনিয়ায় খুলবে ২২ সেপ্টেম্বর এবং দক্ষিণাঞ্চলের পুগলিয়ায় খুলবে ২৪ সেপ্টেম্বর। বিশ্বে একদিনে রেকর্ড রোগী শনাক্ত ॥ করোনা মহামারীর মধ্যে বিশ্বে রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মোট ৩ লাখ ৭ হাজার ৯৩০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে; গত ডিসেম্বরে মহামারী শুরুর পর থেকে এটি একদিনের সর্বোচ্চ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে ২ কোটি ৮৯ লাখ দুই হাজার ১৭০ জন। ভারতে আরও ১১৩৬ মৃত্যু ॥ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক হাজার ১৩৬ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭৯ হাজার ৭২২ জন। একদিনে নতুন করে ৯২ হাজার ৭১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৮ লাখ ৪৬ হাজার ৪২৭। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৮০ হাজার ১০৭ জন।
×