ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাস্তবে শিল্পনগরীতে ওয়ান স্টপ সার্ভিস চালুর নির্দেশ

প্রকাশিত: ২১:১৪, ১১ সেপ্টেম্বর ২০২০

বাস্তবে শিল্পনগরীতে ওয়ান স্টপ সার্ভিস চালুর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কাগজে কলমে নয়, বাস্তবে বিসিক শিল্পনগরীগুলোতে ওয়ান স্টপ সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বৃহস্পতিবার ৭৬টি বিসিক শিল্পনগরীতে ওয়ানস্টপ সেবা চালুর লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ননধর্মী দুই দিনব্যাপী ‘নাগরিক সেবা উদ্ভাবন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এ নির্দেশনা দেন তিনি। ভার্চুয়ালি এ কর্মশালার আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী বলেন, দেশের ৭৬টি বিসিক শিল্পনগরীতে উদ্যোক্তারা যাতে সহজে ও অল্প খরচে দ্রুত শিল্প সংশ্লিষ্ট কার্যকর সেবা পান, সেটি নিশ্চিত করতে হবে। শিল্পখাতে স্থানীয় ও বিদেশী বিনিয়োগ বাড়াতে এক ছাদের নিচে শিল্প স্থাপনের সব ধরনের সেবা দিতে হবে। গ্রাহক পর্যায়ে প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার ইতোমধ্যে ওয়ানস্টপ সার্ভিস আইন ২০১৮ এর ‘ক’ তফসিলে বিসিককে অন্তর্ভুক্ত করেছে বলে তিনি জানান। জয়েন্ট ট্রেড কমিশন চায় হাঙ্গেরি অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও হাঙ্গেরি একটি জয়েন্ট ট্রেড কমিশন করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ট্রেড কমিশনের বিষয়ে তারা খুব সিরিয়াস। তারা বলেছে, আগামী সপ্তাহের মধ্যে একটি জয়েন্ট ট্রেডের আইডিয়া প্রপোজাল পাঠাবে। আমরাও বলেছি, প্রপোজাল পাঠানোর এক সপ্তাহের মধ্যে আমরাও সিদ্ধান্ত নেব। এছাড়া ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ওয়াটার ম্যানেজমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগেও দেশটি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তাদের খুব ভালো প্রপোজাল আছে। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ে তাদের এক্সপার্টিজ রয়েছে। দুটো ব্যাপারেই তারা উৎসুক। বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চায়।
×