ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে ভার্চুয়াল চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০১:০৫, ১৬ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে ভার্চুয়াল চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে খ্যাতনামা আর্ট গ্যালারি কসমস ‘ব্রেভ হার্ট’ শীর্ষক একটি ভার্চুয়াল চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। মাসব্যাপী এ প্রদর্শনীতে দেশের খ্যাতিমান নবীন-প্রবীণ মিলিয়ে ৪২ চিত্রশিল্পী ও আলোকচিত্রশিল্পীর শিল্পকর্ম ও আলোকচিত্র স্থান পেয়েছে। এদের ভেতর রয়েছেন: বীরেন সোম, অলকেশ ঘোষ, জামাল আহমেদ, নাসির আলী মামুন, নাজিয়া আন্দালীব প্রিমা, নাজিব তারেক এবং আলপ্তগীন তুষার। শুক্রবার রাতে স্বাগত বক্তব্য প্রদানের মাদ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। কসমসের পরিচালক তেহমিনা এনায়েত বক্তব্য প্রদান করেন। প্রদর্শনীটি দেখার ওয়েব ঠিকানা যঃঃঢ়://নৎধাবযবধৎঃ.মধষষবৎুপড়ংসড়ং.ড়ৎম.নফ/
×