ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অটোরিক্সায় সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০০:০৫, ১৪ আগস্ট ২০২০

অটোরিক্সায় সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ আগস্ট ॥ গাইবান্ধায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতিকে ভর্তি না করায় শহরের রাস্তায় অটোরিক্সায় সন্তান প্রসব করার ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ ফারুক আজম নুরকে প্রধান করে ৩ সদস্যের ওই তদন্ত টিম গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলো- সদর উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মাহবুবা খাতুন ও মেডিক্যাল অফিসার এমসিএইচএফপি ডাঃ মোঃ রেদোয়ান ইসলাম। এ ব্যাপারে বৃহস্পতিবার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, ওই ঘটনা তদন্তে দুই কার্যদিবসের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য তা রংপুর বিভাগীয় দফতরে পাঠানো হবে। উল্লেখ্য, গত বুধবার গভীররাতে সাঘাটা উপজেলার বোনারপাড়ার গৃহবধূ জেমি বেগম প্রসব বেদনা নিয়ে সিনএনজি যোগে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি হতে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার উপস্থিত না থাকায় কেন্দ্রের পরিদর্শিকা সেলিনা আক্তার প্রসূতিকে ভর্তি না করে তাকে অন্যত্র যেতে বলে। এ সময় নিরুপায় প্রসূতির স্বজনরা ভর্তি করার জন্য অনুরোধ করলেও কেন্দ্রে থাকা পরিদর্শিকাসহ স্বাস্থ্যকর্মী ও আয়ারা প্রসূতিসহ তার স্বজনদের কথায় কোন কর্ণপাত না করে প্রসূতিকে স্বাস্থ্য কেন্দ্র থেকে বিদায় করে দেয়। পরে প্রসূতি জেমি বেগমের প্রসব বেদনা তীব্র আকার ধারণ করলে জেলা শহরের ডিবি রোডে ওয়ালটন শোরুমের সামনে অটোরিক্সার মধ্যে সন্তান প্রসব করে।
×