ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না

প্রকাশিত: ০৩:৫৯, ১২ জুলাই ২০২৫; আপডেট: ০৪:০৩, ১২ জুলাই ২০২৫

অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না

ছবি: সংগৃহীত।

মিটফোর্ডের ঘটনা শুধু জীবন হানিই নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার রাতে এক প্রেস রিলিজে তিনি বলেন, বিএনপি সংগঠনের নীতি, আদর্শ এবং রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোন সম্পর্ক নেই। অপরাধী যেই হোক তার স্থান কখনই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে হতে পারে না। 

এই ঘটনায় নিরপেক্ষ এবং বিশ্বাস যোগ্য তদন্ত নিশ্চিতের দাবি জানান তিনি। এসময় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিরাজ খান

×