
ছবি: সংগৃহীত।
রাজনীতিতে মতভেদ থাকলেও একসাথে বসে আলোচনার সংস্কৃতি অটুট রাখা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১১ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন দর্শন, ভিন্ন চিন্তা থাকতে পারে—তবু একসঙ্গে বসার যে সুযোগ ও রাজনৈতিক সংস্কৃতি আছে, সেটিকে অটুট রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারি, তবে সেই ভিন্ন মতের মাঝেও অন্যের মতকে সম্মান জানাতে হবে, এবং অপরের প্রতি টলারেন্স থাকতে হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই পরিবর্তন যদি আনা না যায় তাহলে শত সংস্কার করেও বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না।”
মিরাজ খান