
ছবি: সংগৃহীত।
আওয়ামী লীগ নিজেই নিজেদের হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আগামী ফেব্রুয়ারির নির্দিষ্ট একটি তারিখে নির্বাচনের ঘোষণা দিলে দেশের সব সমস্যা কেটে যাবে বলেও দাবি করেন তিনি।
দেশের চলমান সংকট ও রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, “সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে—সে মাসের শুরুতেই হোক কিংবা মাঝামাঝি। একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে এখন যে অস্থিরতা চলছে, তা অনেকটাই কমে আসবে।”
মিরাজ খান