ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক শক্তি : জি এম কাদের

প্রকাশিত: ১৮:১০, ৪ আগস্ট ২০২০

জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক শক্তি : জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক শক্তি এমন মন্তব্য করে জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে এক বুক প্রত্যাশা নিয়ে। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে ফুল দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দলের চেয়ারম্যান নেতা-কর্মীদের দলকে আরো শক্তিশালী করার আহবান জানান। তিনি বলেন, আমরা যত বেশি শক্তি অর্জন করব রাজনীতিতে জাপার কদর ততো বেশি বাড়বে। কারণ মানুষ আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করে। জাপার ইতিহাস হলো গণমানুষ্যের কল্যাণের ইতিহাস। ইতিবাচক রাজনীতির ইতিহাস। মানুষকে ভালোবাসার ইতিহাস। তিনি বলেন, দেশের মানুষের বিশ^াস জাতীয় পার্টিই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে নতুন বাংলাদেশ গড়ে, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, প্রচার সম্পাদক মসুদুর রহমান মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম কোষাধ্যক্ষ এডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সমবেশ মন্ডল মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য শহিদ হোসেন সেন্টু, শাহজাহান কবির। এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী আজম খান এর মালিকানাধীন নারগানা ইন্টারন্যাশনাল রিসোর্ট লিমিটেডে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাপা চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। এক বিবৃতিতে তিনি বলেন, রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টি নেতা আজম খানের মালিকানাধীন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নারগানা গ্রামে নারগানা রিসোর্টে যে নারকীয় হামলা হয়েছে, তা সভ্য যুগে মেনে নেয়া যায়না। হামলাকারীরা রিসোর্টে ব্যাপক ভাংচুড় এবং লুটপাট শেষে আগুনে পুড়িয়ে দিয়েছে মূল্যবান সম্পদ। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন, একটি স্বনামধন্য রিসোর্টে ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি হলেই, সমাজে এমন বর্বর হামলার ঘটনা কমে আসবে। কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় আইনজীবি ফেডারেশনের সহ সভাপতি এবং জাপা নেতা মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক শোক বার্তায় প্রয়াত সংসদ সদস্য এটিএম আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। কাদের বলেন, এটিএম আলমগীর ছিলেন অত্যান্ত জনপ্রিয় একজন নেতা। তিনি আজীবন গণমানুষের স্বার্থ রক্ষায় সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টি একজন জননন্দিত নেতাকে হারালো। এটিএম আলমগীর এর মৃত্যুতে একই ভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
×