ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশীট

প্রকাশিত: ২৩:৩১, ৩১ জুলাই ২০২০

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশীট দিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতে চার্জশীট জমা দিয়েছে তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিবির দায়ের করা অস্ত্র মামলার চার্জশীট জমা দেয়া হয়েছে। মাদক মামলার চার্জশীট কয়েকদিন পরে দেয়া হবে। আবদুল বাতেন জানান, অস্ত্রটি তার কেনা। তবে সেটি অবৈধ। অস্ত্রটি কেনার পর কোথাও ব্যবহার করা হয়নি। এজন্য ব্যালাস্টিক পরীক্ষায় কোন হাতের ছাপ আসেনি। যেহেতু তার কাছে অবৈধভাবে রাখা অস্ত্রগুলো পাওয়া গেছে তাই তার বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে। ডিবিতে রিমান্ড চলাকালীন অবস্থায় সাহেদকে নিয়ে উত্তরার একটি বাসায় অভিযান চালায় ডিবি। পরে সেখান থেকে অস্ত্র, গুলি মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি আলাদা দু’টি মামলা করে। ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, অস্ত্র মামলায় সাজা নিশ্চিত করতে যে ধরনের তথ্য প্রমাণ দরকার হয়, আমরা সব কিছুর সত্যতা নিশ্চিত করেছি। তা সত্য প্রমাণিত হয়েছে।
×