ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের বন্দরে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশিত: ১৭:১৫, ২৮ জুলাই ২০২০

নারায়ণগঞ্জের বন্দরে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরের ফরাজীকান্দা বাজার ও মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আমিনুল ইসলাম (২০) ও মোঃ মাহাবুব মোল্লা (২২)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির দুই হাজার ৮শ’ টাকা ও চাঁদা আদায়ের ৩টি রসিদ বহি উদ্ধার করা হয়। সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা ১১টায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র ওই কর্মকর্তা আরো জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে মদনগঞ্জ ও ফরাজীকান্দা এলাকায় বাসস্ট্যান্ডে পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহনের চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিদিন ১শ’ টাকা থেকে দেড়শ’ টাকা করে চাঁদা আদায় করে আসছে। ফরাজীকান্দা এলাকায় বাসস্ট্যান্ডে ট্রাক থেকে চাঁদা আদায়কালে মোঃ আমিনুল ইসলামকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ এক হাজার ৬শ’ ৫০ টাকা ও চাঁদা আদায়ের ২টি রসিদ বহি জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মদনগঞ্জ এলাকায় বাসস্ট্যান্ডে ট্রাক থেকে চাঁদা আদায়কালে অপর চাদাঁবাজ মোঃ মাহাবুব মোল্লাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় মোঃ মাহাবুব মোল্লা’র দখল হতে চাঁদাবাজির নগদ ১ হাজার ১শ’ ৫০ টাকা ও চাঁদা আদায়ের ১টি রসিদ বহি জব্দ করা হয়।
×