ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘দেশী মাছের উৎপাদন বাড়াতে জোর দিতে হবে গবেষণায়’

প্রকাশিত: ২৩:২২, ২৮ জুলাই ২০২০

‘দেশী মাছের উৎপাদন বাড়াতে জোর দিতে হবে গবেষণায়’

স্টাফ রিপোর্টার ॥ দেশী মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে মাছের জাত উন্নয়নে গবেষণা কার্যক্রম জোরদার করতে বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়স্থ দফতর কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২০ উপলক্ষে মৎস্য অধিদফতর ও বিভাগীয় মৎস্য দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী সংক্রান্ত অনলাইন সভায় সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজসহ মন্ত্রণালয় ও মৎস্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভাগীয় মৎস্য দফতরের উপপরিচালকরা সভায় অনলাইনে যোগদান করেন।
×