ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএলের অনাপত্তিপত্র পাচ্ছেন কিউই ক্রিকেটাররা

প্রকাশিত: ২০:১৯, ২৪ জুলাই ২০২০

আইপিএলের অনাপত্তিপত্র পাচ্ছেন কিউই ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অনাপত্তিপত্র পাচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এবারের আসরে খেলার জন্য ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এমনটা নিশ্চিত করা হয়েছে। অনাপত্তিপত্র পেতে যাওয়া এই ছয় ক্রিকেটার হলেন জিমি নিশাম (কিংস ইলেভেন পাঞ্জাব), লকি ফার্গুসেন (কলকাতা নাইট রাইডার্স), কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দরাবাদ), মিচেল সান্টনার (চেন্নাই সুপার কিংস), মিচেল ম্যাকলেনাঘান ও ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ান্স)। এর আগে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ক্রিকেটারদের অনুমতি দেয়া হবে তবে যদি কোনো ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে, সেটির দাঁয় বোর্ড নেবে না। এদিকে, নিউজিল্যান্ডের ক্রিকেটারদের অনুমতি দেয়ার পর দক্ষিণ আফ্রিকাও অনুমতি দিয়েছে। সিএসএ মিডিয়া ম্যানেজার জানান, 'আইপিএল উপলক্ষে ক্রিকেটারদের অবশ্যই অনাপত্তিপত্র দেবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।' দেশটি থেকে এবারের আসরে দশ ক্রিকেটার দল পেয়েছেন আইপিএলে। তাঁরা হলেন, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, ডেল স্টেইন, ক্রিস মরিস, ইমরান তাহির, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা এবং হারডাস ভিজোয়েন। এই ক্রিকেটারদের আইপিএল খেলতে কোনো বাধা নেই আর। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দুবাইতে শুরু হবে এবারের আইপিএল। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতর কারণে স্থগিত করা হয়েছিল আইএলের ১৩তম আসর।
×