ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বেনাপোল-পেট্রাপোল সচল ॥ অবশেষে ভারতে পণ্য রফতানি শুরু

প্রকাশিত: ২১:৫৭, ৬ জুলাই ২০২০

বেনাপোল-পেট্রাপোল সচল ॥ অবশেষে ভারতে পণ্য রফতানি শুরু

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ অবশেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশী পাঁচ ট্রাক পণ্য ভারতে রফতানির মাধ্যমে এই বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হয়। সোমবার থেকে পুরোদমে চলবে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম। এর আগে ভারতে পণ্য রফতানির সুযোগ না দেয়ায় গত ১ জুলাই থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানিও বন্ধ করে দেয় এপারের সিএ্যান্ডএফ ব্যবসায়ী ও রফতানিকারকরা। গেল ১০০ দিনে বাংলাদেশ থেকে কোন পণ্যচালান ভারতে রফতানি হয়নি। তবে লকডাউনের ৭৭ দিনের মাথায় ভারতীয় পণ্য বাংলাদেশে আসা শুরু হয়। করোনা সংক্রমণের আশঙ্কায় ২২ মার্চ এই দুই বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। স্থানীয়ভাবে দুই দেশের বন্দর, কাস্টমস, বন্দর ব্যবহারকারীরা দফায় দফায় বৈঠকের পর গত ৭ জুন সীমান্ত বাণিজ্য সচল হয়। এরপর থেকে ভারতীয় পণ্য বাংলাদেশে আসছে। কিন্তু ওই সময়ে বাংলাদেশী কোন পণ্য চালান ভারতে রফতানি হয়নি। বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলছেন, করোনা সংক্রমণের শঙ্কায় ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে ভারতীয়রা বাংলাদেশ থেকে কোন পণ্য নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে আমরা একতরফাভাবে বাণিজ্য বন্ধ করেছি। শেষমেশ রবিবার বিকেল থেকে বাংলাদেশী পণ্য রফতানি শুরু হয়েছে। দেশে স্থলপথে যে রফতানি হয় তার প্রায় ৭০ শতাংশ ভারতে যায় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় দশ হাজার কোটি টাকা দামের নয় হাজার টন বাংলাদেশী পণ্য ভারতে রফতানি হয়। কিন্তু ভারত থেকে পণ্য আসে এর বহু গুণ।
×