ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ২২

প্রকাশিত: ২২:২২, ৪ জুলাই ২০২০

পাকিস্তানে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ২২

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ২২ জনের প্রাণহানি ও আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশের শেখুপুরার কাছে একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির। পাঞ্জাব পুলিশ বলেছে, প্রদেশের শেখুপুরার ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে করাচি-লাহোরগামী যাত্রীবাহী শাহ হুসেন এক্সপ্রেস নামের একটি ট্রেন শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে যাত্রীবাহী বাসটি রেলওয়ে ক্রসিং পেরিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় নিহত প্রত্যেকেই একটি পরিবারের সদস্য ছিলেন। পাকিস্তানে শিখ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান নানকানা সাহেব থেকে ফেরার পথে শেখুপুরার কাছে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ২২ জনের প্রাণহানি ও আরও ৮ জন আহত হয়েছেন।
×