ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে করোনা নতুন শনাক্ত ২৮, মোট আক্রান্ত ৯১৪

প্রকাশিত: ২০:২০, ৩ জুলাই ২০২০

লক্ষ্মীপুরে করোনা নতুন শনাক্ত ২৮, মোট আক্রান্ত ৯১৪

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে আজ শুক্রবার গত ২৪ঘন্টায় আরও ২৮জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২০জন, রামগঞ্জ ৫ এবং রায়পুরে ৩জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা নয় শতের ঘর পেরিয়ে নয়’শ ১৪জনে পৌছালো। এ পর্যন্ত মারা গেছে মোট ১৮জন। এদিন সুস্থ হয়েছেন ১৯জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪২৪জন। সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার তথ্যটি নিশ্চিত করেছেন। অপরদিকে লক্ষ্মীপুরে লকডাউন শিথিল করা হয়েছে। তবে মানুষের মধ্যে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানার প্রবনতা দেখা দিয়েছে। যার ফলে করোনা সংক্রমনের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ ছাড়াও আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে করোনা সংক্রমনের সংখ্যা আশংকাজনক হারে বাড়ার আশংকা দেখা দিয়েছে।
×