ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে করোনায় মৃত্যু ১ ॥ স্বাস্থ্যকর্মী সহ আরও ৬ জন আক্রান্ত

প্রকাশিত: ১৭:৪৫, ২ জুলাই ২০২০

নীলফামারীতে করোনায় মৃত্যু ১ ॥ স্বাস্থ্যকর্মী সহ আরও ৬ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে করোনায় আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক (৮৫) নামের সাবেক এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে। এ ছাড়া নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। করোনা পজিটিভ নতুন ৬ জনের । এর মধ্যে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জয়চন্ডি ময়েন মাষ্টারপাড়া ৬০ বছরের ১ জন, সৈয়দপুর উপজেলায় ২ জনের মধ্যে ৩৫ বছরের নারী স্বাস্থ্যকর্মী ও নিয়ামতপুর মুন্সিপাড়া ১৫ বছরের এক কিশোরী। জলঢাকা উপজেলার পাঠানপাড়া গ্রামের ৪৭ বছরের ১ জন। ডোমার উপজেলার চিকনমাটির ৫০ বছরের ১ জন ও ডিমলা উপজেলায় ১ জন। এদিকে নীলফামারীর সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজপাড়ায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল রাজ্জাক বুধবার রাতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর রকরোনা ডেডিকেটেডহাসপাতালে মারা গেছেন। নমুনায় গত ২৯ জুন তাঁর করোনা ভাইরাস পজিটিভ ফলাফল আসে। তার শারিক অবস্থা নাজুক হওয়ায় তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছিল। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪৮জন। এর মধ্যে সদরে রয়েছেন ১১১ জন, জলঢাকা উপজেলায় ৬৮ জন, সৈয়দপুর উপজেলায় ৫০ জন, ডিমলা উপজেলায় ৫০ জন, ডোমার উপজেলায় ৪০ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৯ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২৬৪ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১ নারীসহ ৭ জন।
×